বুধবার, ০৮ অক্টোবর ২০২৫, ০৭:২৪ অপরাহ্ন

ভালুকায় যুবলীগের ত্রাণ বিতরণ

আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:: ময়মনসিংহের ভালুকায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনির ৪৬তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে উপজেলা যুবলীগের উদ্যোগে অসহায় ও হতদরিদ্রদের মাঝে মাসব্যাপী ত্রাণ বিতরণ কর্মসূচি চলমান রয়েছে।

তারই ধারাবাহিকতায় শনিবার (২৮ আগস্ট) সকালে ডাকাতিয়া ইউনিয়নের আংগারগাড়া বাজার মাঠে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

ডাকাতিয়া ইউনিয়ন যুবলীগ সভাপতি মোঃ হারুন অর রশিদের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আবদুল্লাহ আল বাবুলের পরিচালনায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ত্রাণ বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন, ভালুকা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোঃ গোলাম মোস্তফা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডাকাতিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক শামছুল হক মনি, যুব ও ক্রীড়া সম্পাদক নুরে আলম জিকু, ইউপি চেয়ারম্যান আলহাজ¦ মোঃ সাইফুল ইসলাম, উপজেলা যুবলীগ সভাপতি আনিসুর রহমান খান রিপন, সহ-সভাপতি কামরুজ্জামান পিন্টু, সাধারন সম্পাদক এজাদুল হক পারুল, সাংগঠনিক সম্পাদক আরিফ আহমেদ, রাসেল সরকার, প্রচার সম্পাদক জনম মিশ্রী, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক খোকন হোসেন ঢালী, সদস্য মোঃ সোহেল রানা, আতাহার আলী মন্ডল, পৌর যুবলীগ সভাপতি আলমগির হোসেন সোহেল, ইউনয়ন তাতী লীগ সভাপতি জাকির আলম সুরুজ, ইউনিয়ন যুবলীগ সদস্য হুমায়ুন কবির, দীন ইসলাম, ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি আল আমিন মন্ডল প্রমূখ।

এ সময় হতদরিদ্রদের মাঝে ৫শ প্যাকেট ত্রাণ বিতরণ করা হয়। ত্রাণ সামগ্রীর মধ্যে ছিলো, চাল, ঢাল, আলু, লবন, তেল এবং পিয়াজ। এর আগে ১৯৭৫ সালের ১৫ই আগস্ট নিহত সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com