মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫, ০৩:৫৭ পূর্বাহ্ন
আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:: ময়মনসিংহের ভালুকায় বেপরোয়া মোটরসাইকেল চাপায় রবিউল ইসলাম সামি নামের ৭ বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
এ ব্যাপারে নিহতের পিতা বাদী হয়ে বুধবার (১৯ জানুয়ারি) সকালে ভালুকা মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন।
জানা যায়, মঙ্গলবার (১৮ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার উথুরা ইউনিয়নের চামিয়াদি গ্রামে প্যারাগন ফ্যাক্টরীর সামনে একটি আরটিআর মোটরসাইকেল চাপায় উপজেলার উথুরা ইউনিয়নের চামিয়াদি গ্রামের শামছুল হকের ছেলে রবিউল ইসলাম সামি (৭) গুরুত্বর আহত হলে তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তার মৃত্যু হয়। নিহতের লাশ হাসপাতাল মর্গে আছে।
ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ কামাল হোসেন বলেন, অনিয়ন্ত্রিত মোটরসাইকেল দিয়ে রাস্তার সাইটে দাঁড়িয়ে থাকা শিশু সামিকে ধাক্কা দেয়ার কারণে তার মৃত্যু হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে। এ ব্যাপারে বুধবার সকালে নিহতের পিতা শামছুল হক বাদী হয়ে একই এলাকার কালুর ছেলে হৃদয় (২১)কে আসামী করে একটি মামলা দায়ের করেছেন। মটরসাইকেলটি জব্ধ করা গেলেও হৃদয় পালিয়ে গেছে। তাকে ধরার চেষ্টা করা হচ্ছে।