মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫, ০৬:০৪ পূর্বাহ্ন
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:: ময়মনসিংহের ভালুকায় একটি প্রভাবশালী মহল কর্তৃক মাটি ফেলে সরকারী খাল ভরাট করে জমি জবর দখলের অভিযোগ উঠেছে।
এলাকাবাসীর অভিযোগ ডাকাতিয়া ইউনিয়নের সোনাখালী গ্রামের তাহের আলীর ছেলে আব্দুল আজিজ ও তার ভাতিজা আঃ মালেক মিলে মল্লিকবাড়ী-আউলিয়ারচালা সড়কের সোনাখালী অংশে জোঁকাদারা পাকা সেতুর নীচে খালের উপর মাটি ভরাট করে সরকারী জমি দখল করে নিচ্ছে। মাটি ভরাটের ফলে উইং ওয়াল মাটি চাপা পরায় সেতুটি ঝুকিপুর্ণ হয়ে পরেছে।
অপরদিকে মাটি ফেলে খাল ভরাট করায় বর্ষা এলে উভয় দিকের গ্রাম ও ফসলি জমিতে জলবদ্ধতা সৃষ্টি হয়ে ফসলের ক্ষতি সাধন হওয়ার আশংকা করছে এলাকাবাসী। তাছারা খাল ভরাট হওয়ার কারনে আবাদী জমিতে সেচ ব্যবস্থা ব্যহত হবে বলে এলাকার চাষীরা জানান।
এ ব্যাপারে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ভালুকা আঞ্চলিক শাখার সদস্য সচিব কামরুল হাসান পাঠান কামাল জানান, “এক শ্রেণীর ভূমি ব্যবসায়ী বেশী মুনাফার লোভে জলাশয়, ফসলি জমি, খাল বিল ভরাট করে নিয়ম বর্হিভূত ভাবে সরকারী নির্দেশ অমান্য করে জমির শ্রেণী পরিবর্তণ করে চলেছে যা পরিবেশ ও জীবনযাত্রায় বিরুপ প্রভাব ফেলবে, ভালুকায় দখল ও ভরাট হওয়া প্রায় ৩০টির মত খাল উদ্ধারের জন্য বাপার উদ্যোগে এলাকাবাসীর অংশ গ্রহনে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান করা হয়েছে”।
এ ব্যাপারে আব্দুল আজিজ জানান, খালে মাটি ভরাটের কাজটি তার নয় খালের পাশে নিজস্ব জমিতে মাটি ফেলছেন তার ভাতিজা আঃ মালেক। তবে কিছু মাটি গড়িয়ে খালের জমিতে পরেছে।
এলাকাবাসীর দাবী দীর্ঘদিনের পুরানো খালটি উদ্ধার ও জলাবদ্ধতা নিরশনে সরকারের সংশ্লিষ্ট বিভাগ অবিলম্বে সরজমিন তদন্ত পূর্বক ব্যবস্থা নিবেন।