মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫, ০৬:০৬ পূর্বাহ্ন

ভালুকায় মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:: ময়মনসিংহের ভালুকা উপজেলায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দুই পাশে অবৈধভাবে গড়ে ওঠা দোকান ঘরসহ বিভিন্ন স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

সোমবার (২৭ ডিসেম্বর) সকাল ১০টা থেকে দিনব্যাপী ভালুকা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ হিল বাকি-উল-বারী’র উপস্থিতিতে ভালুকা হাইওয়ে পুলিশ ও সড়ক ও জনপথ (সওজ) যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।

ভালুকা হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ মশিউর রহমান বলেন, উপজেলার সীমান্তবর্তী এলাকা নাসিরগ্লাসের সামনে থেকে সীডস্টোর বাজার পর্যন্ত এলাকায় অভিযান পরিচালনা করে অবৈধভাবে গড়ে ওঠা কয়েক হাজার দোকান পাট উচ্ছেদ করা হয়েছে। মহাসড়ক ঘেঁষে এসব দোকান পাট থাকার কারণে যানবাহন ও জনগণের চলাচলে বিঘ্ন ঘটত।

অভিযান চলাকালে সওজের উপ বিভাগীয় প্রকৌশলী মোঃ খলিলুর রহমান জানান, বেশ কিছুদিন যাবৎ মাইকিং করে সময় দিয়ে মহাসড়কের দুই পাশে অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাট সহ বিভিন্ন স্থাপনা উচ্ছেদ করা হয়েছে এবং পরবর্তীতে স্থাপনা নির্মাণ করতে নিষেধ করা হয়েছে, আইন অমান্য করে কেউ স্থাপনা নির্মাণ করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। এই অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com