বুধবার, ০৮ অক্টোবর ২০২৫, ০৫:২২ অপরাহ্ন

ভালুকায় বিশ্ব নদী দিবসে বাপা’র র‌্যালী ও আলোচনা সভা

আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:: ময়মনসিংহের ভালুকায় বিশ্ব নদী দিবস উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ভালুকা আঞ্চলিক শাখার আয়োজনে ওই র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

র‌্যালী শেষে উপজেলা পরিষদ হলরুমে বাপা ভালুকা আঞ্চলকি শাখার আহবায়ক সহকারী ডেপুটি এটুর্নি জেনারল শাহ মোঃ আশরাফুল হক জর্জের সভাপতিত্বে ও সদস্য সচিব সাংবাদিক কামরুল হাসান পাঠান কামালের সঞ্চালনায় বক্তব্য রাখেন ভালুকা পৌর মেয়র ডা. এ. কে.এম মেজবাহ্ উদ্দিন কাইয়ূম।

অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে আরও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এড. শওকত আলী, বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান খান, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা খান, আব্দুর রশিদ রতন, লায়ন আক্তারুজ্জাম প্রিন্স, ভালুকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মাহমুদুল হাসান ফুরাদ প্রমুখ।

এছাড়াও সাংবাদিক মোখলেসুর রহমান মনির, আতাউর রহমান তরফদার, খললিুর রহমান, এম এ মালেক খান উজ্জল, গাজীপুর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তারকিুল ইসলাম খান, অভ্যুদয় সভাপতি আসাদুজ্জামান সুমন, এপেক্স ক্লাব অব ভালুকার সভাপতি মোকছেদুর রহমান মামুন, ভালুকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আনায়ার হোসেন তরফদার, নারী নেত্রী আরিফা সুলতানা দীপা, ক্লিন আপ ভালুকার মিডিয়া ও আইটি সমন্বায়ক শাখাওয়াত হোসেন সুমনসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com