বুধবার, ০৮ অক্টোবর ২০২৫, ০১:২৬ অপরাহ্ন
আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:: ময়মনসিংহের ভালুকায় ‘দূর্ঘটনা দূর্যোগে সবার আগে সবার পাশে’ এই শ্লোগানকে সামনে রেখে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ২০২১ উদযাপন করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ নভেম্বর) দুপুরে ভালুকা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয় প্রাঙ্গণে উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়ছ।
উদ্বোধনী অনুষ্ঠানে ভালুকা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ আলহাজ্ব কাজিম উদ্দিন আহাম্মেদ ধনু।
এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ওমর হায়াৎ খাঁন নঈম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ মাস্টার, দলিল লেখক সমিতির সভাপতি নূরে আলম সিদ্দিকী স্বপন, উপজেলা কৃষক লীগের সভাপতি আহসান হাবিব মোহন, উপজেলার আওয়ামী লীগের সহ-দপ্তর সম্পাদক আফতাব উদ্দিন মাহাবুব, উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান পাপ্পু প্রমুখ।
সাংসদ আলহাজ¦ কাজিম উদ্দিন আহাম্মেদ ধনু এসময় ফায়ার সার্ভিসের কর্মীদের আরো দায়িত্ব ও সতর্কতার সহিত কাজ করার আহবান জানান। অতীতে ভালুকার যে কোনো দূর্যোগে ফায়ার সার্ভিসের সাহসী ও মানবিক ভূমিকার ভূয়সী প্রশংসা করেন।