রবিবার, ০৫ অক্টোবর ২০২৫, ১১:২৪ অপরাহ্ন
আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:: ময়মনসিংহের ভালুকায় নানান কর্মসূচির মধ্যদিয়ে জেল হত্যা দিবস পালিত হয়েছে।
বৃহস্পতিবার (৩নভেম্বর) সকালে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতা কল্যাণ পরিষদ ভালুকা উপজেলা শাখার উদ্যোগে স্থানীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, সংগঠনের সভাপতি অধ্যাপক মতিউর রহমান খান, সাধারণ সম্পাদক অধ্যাপক হাবিবুর রহমান, সহসভাপতি ভালুকা প্রেসক্লাব সভাপতি কামরুল হাসান পাঠান কামাল, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহবায়ক সাদেকুর রহমান তালুকদার, শাহ শামীম আহম্মেদ প্রমূখ।
অপরদিকে সকাল সাড়ে ১১ টায় উপজেলা আ’লীগ কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি এ্যাডভোকেট শওকত আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব গোলাম মোস্তফা, ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক হাজ্বী রফিকুল ইসলাম, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, দপ্তর সম্পাদক কাজিম উদ্দিন, শ্রমিকলীগ সভাপতি নজরুল ইসলাম সরকার, ছাত্রলীগ সভাপতি ইফতেখার আহাম্মেদ সুজনসহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।