বুধবার, ০৮ অক্টোবর ২০২৫, ১১:২২ পূর্বাহ্ন
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:: নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য তৈরির অপরাধে ময়মনসিংহের ভালুকায় জান্নাতুল বেকারিকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (২৩ নভেম্বর) দুপুরে ভালুকায় জান্নাতুল বেকারীতে মোবাইল কোর্টে অভিযান চালানো হয়। এটি পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল বাকিউল বারী।
তিনি জানান, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য তৈরি, উৎপাদিত বিস্কুট তৈরিতে পঁচা, খাদ্য সামগ্রী ও কেক তৈরিতে খাবার অযোগ্য রং ব্যবহার করার অপরাধে জান্নাতুল বেকারির মালিককে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫৩ ধারায় প্রাথমিক ভাবে ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
কারখানায় মানসম্মত পরিবেশে খাদ্য দ্রব্য উৎপাদন, সকল কর্মচারীকে নির্ধারিত পোশাক পরে কাজ করার নির্দেশনা দেয়া হয় এবং ভবিষ্যতে দ্বিতীয়বার এ ধরনের অপরাধের সাথে সম্পৃক্ততা পাওয়া গেলে কারখানা বন্ধ করে দেওয়া হবে বলেও সতর্ক করা হয়।