বুধবার, ০৮ অক্টোবর ২০২৫, ১১:২৫ পূর্বাহ্ন
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:: ময়মনসিংহের ভালুকায় স্বপ্নবীজ ফাউন্ডেশন ও ভালুকা হেল্পলাইন এর যৌথ উদ্যোগে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী দিবস পালন করা হয়েছে।
রবিবার (৫ ডিসেম্বর) ভালুকা-গফরগাঁও রোডে র্যালি শেষে উপজেলা পরিষদ হলরুমে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা খাতুন, বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ভালুকা আঞ্চলিক শাখার সদস্য সচিব কামরুল হাসান পাঠান কামাল, হালিমুন্নেছা চৌধুরানী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারা নীনা, শিক্ষক ও সমাজকর্মী শফিকুল ইসলাম খান, অগ্রগামী উন্নয়ন সংস্থার চেয়ারম্যান রাসেল শিকদার। আলোচনা সভায় সভাপতিত্ব করেন ক্লিনআপ ভালুকার উপজেলা সমন্বয়ক মো. আসাদুজ্জামান সুমন।
এসময় এপেক্স ক্লাব অব ভালুকা, অগ্রগামী উন্নয়ন সংস্থা, অভ্যুদয়, যুব রেড ক্রিসেন্ট ভ্যাক্সিনেশন টিম, ক্লিন আপ ভালুকা, ইত্তেফাক ব্লাড ডোনারস সোসাইটি, ধুমকেতুব্লাড ডোনেশন, মানবসেবা এসোসিয়েশন, রক্তের বন্ধন হবিরবাড়ী, আশার আলো ফাউন্ডেশন, অবসর-অনলাইন গ্রুপ, আল-কোরআন ফাউন্ডেশনসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।