বুধবার, ০৮ অক্টোবর ২০২৫, ০৩:১৮ অপরাহ্ন
আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:: ময়মনসিংহের ভালুকায় রাস্তা পারাপারের সময় অজ্ঞাত গাড়ীর চাপায় শিরিনা বেগম (৫৬) নামের এক মহিলা নিহত হয়েছে। নিহত মহিলা উপজেলার ভালুকা পৌরসভার ২নং ওয়ার্ডের বাসিন্দা ভালুকা বাজার ব্যবসায়ী সমিতির কার্যকরি কমিটির সদস্য মোঃ মালেক সরকারের স্ত্রী।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) ভোর ৬টার সময় ভালুকা পৌর বাস স্ট্যান্ড এলাকার ওভার ব্রিজের নিচে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার খবর পেয়ে ভরাডোবা হাইওয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করেন।
ভরাডোবা হাইওয়ে থানার ওসি মশিউর রহমান জানান, অজ্ঞাত গাড়ী চাপায় নিহত মহিলার লাশ উদ্ধার করে তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।