বৃহস্পতিবার, ০২ অক্টোবর ২০২৫, ১১:৩২ অপরাহ্ন
আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:: পবিত্র মাহে রমজানের ভাবগম্ভীর্যতা ও অনারম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে ময়মনসিংহের ভালুকায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৫ উদযাপন করা হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে ২৬ মার্চ (বুধবার) দিনব্যাপী বিভিন্ন কর্মসূচী পালিত হয়েছে। জাতীয় পতাকা উত্তোলন, সম্মেলিত কুচকাওয়াজ, রচনা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার হাসান আব্দুল্লাহ্ আল মাহমুদ। অনুষ্ঠানে ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ শামছুল হুদা খান, উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, উপজেলা জামায়াতের আমির সাইফউল্লা পাঠান ফজলু, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সালাহ উদ্দিন আহমেদ, বিএনপি নেতা ব্যারিস্টার আবুল হোসেন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মজিবুর রহমান মজু, রুহুল আমীন, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক আবুল কালাম আজাদ, উপজেলা বিএনপি সদস্য মোস্তাফিজুর রহমান মামুন, উপজেলা যুবদলের সাধারন সম্পাদক রকিবুল হাসান খান রাসেল, সাবেক ছাত্রনেতা কায়সার আহমেদ কাজল, বীর মুক্তিযোদ্ধা, উপজেলা ও পৌর বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান,ছাত্র-ছাত্রীগণ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।