শনিবার, ০৪ অক্টোবর ২০২৫, ০৫:১২ পূর্বাহ্ন

ভালুকায় স্ত্রীর অধিকার আদায়ে স্বামীর বাড়ীতে অনশন

আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:: ময়মনসিংহের ভালুকায় স্ত্রীর অধিকার আদায়ের দাবীতে স্বামীর বাড়ীতে অনশনে বসেছে মোছাঃ সোনিয়া (২২) নামে এক নারী, তবে পলাতক রয়েছে স্বামী আল-আমিন মন্ডল উজ্জল।

জানা যায়, মঙ্গলবার (২৩ জানুয়ারী) দুপুর থেকে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের গৌরিপুর উত্তরপাড়া এলাকার আল-আমিন মন্ডল উজ্জলের বাড়ীতে অনশন করছে, উপজেলার তামাট গ্রামের আঃ হালিমের মেয়ে মোছাঃ সোনিয়া। স্বামীর বাড়িতে অবস্থানের পর পরই কৌশলে বাড়ি থেকে পালিয়ে গেছে স্বামী উজ্জল।

সোনিয়া বলেন, ওই এলাকার হাফিজুল ইসলামের ছেলে আল-আমিন মন্ডল উজ্জল তাকে চার বছর আগে বিয়ে করে তার বাবার বাড়ীতে ঘর সংসার করেন। গত কয়েক মাস ভরণ-পোষন করছেনা। আমি কোথায়ও চাকরি করতে চাই করতে দিচ্ছে না। বিভিন্ন সময় রাস্তাঘাটে মারধোর করে এবং স্ত্রী হিসেবেও অস্বীকার করেন। তাই স্ত্রীর অধিকার আদায়ের দাবীতে তার বাড়ীতে এসেছি। স্ত্রী হিসেবে মেনে না নেওয়া পর্যন্ত স্বামীর বাড়ীর সামনেই অবস্থান করবেন।

এ বিষয়ে আল-আমিন মন্ডল উজ্জল মুঠোফোনে জানান, রাজনৈতিক ভাবে তাকে ফাঁসানো হচ্ছে। সে এই বিষয়ে নিউজ প্রকাশ করলে দেখে নেওয়ার হুমকি দেন।

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ শাহ কামাল আকন্দ জানান, অনশনের বিষয়টি আমার জানা নেই আমি খবর নিচ্ছি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com