শনিবার, ০৪ অক্টোবর ২০২৫, ০২:১৫ পূর্বাহ্ন

ভালুকায় সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:: সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী জজ মিয়া কর্তৃক ছাত্রলীগ ও যুবলীগ নেতার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলার হবিরবাড়ী ইউনিয়ন কাশড় মোড়ে মানববন্ধন করেন স্থানীয় এলাকাবাসী।

বুধবার (২৮ ফেব্রুয়ারী) দুপুরে কাশর এলাকায় মাস্টারবাড়ী-কাশর সড়কে ঘন্টাব্যাপি ওই মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল করেন বিক্ষোভকারী জনতা।

মানববন্ধনে হবিরবাড়ী ইউনিয়ন যুবলীগের অর্থ বিষয়ক সম্পাদক নাজমুল হোসাইন খান শিমুলের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক হানিফ মোহাম্মদ নিপুণ, উপ দপ্তর সম্পাদক নাইম সরকার, মেম্বার শাহাদাত শিকদার ও যুবলীগ নেতা হারুন প্রমূখ।

বক্তারা বলেন, সাবেক এমপি আলহাজ্ব কাজিম উদ্দিন আহমেদ ধনু ও উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদের নিয়ন্ত্রিত জজ মিয়া দীর্ঘদিন ধরে রাজনৈতির আড়ালে মাদক ব্যবসা করে শত কোটি টাকার মালিক হয়েছে, যিনি কিছুদিন আগেই গাড়ীর হেলপার ছিলো। নিজের অপকর্মকে আড়াল করতে এ সকল ঘটনা থেকে বাঁচার জন্য যুবলীগের সাধারণ সম্পাদক হানিফ মোহাম্মদ নিপুণ, নাঈম সরকার ও ছাত্রলীগসহ এলাকায় বিভিন্ন জনের নামে মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানি করছে জজ মিয়া।

এসময় মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন, হবিরবাড়ী ইউনিয়ন যুবলীগের সিনিয়র সহ-সভাপতি শেখ রাসেল, সহ সম্পাদক দেলুয়ার শেখ, মামুন, কৃষি বিষয়ক সম্পাদক জুয়েল শেখ, প্রচার সম্পাদক মোর্শেদ আলম, যুবলীগ নেতা নাকিব সিদ্দিকি, আরিফুর আসলাম আরিফ, হারুন, এসএম নাহিদ প্রমূখ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com