সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ১১:৫৪ অপরাহ্ন
আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:: ময়মনসিংহের ভালুকায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আসাদ উল্যাহ চৌধুরী ধ্রুব’র বিরুদ্ধে মিথ্যা সংবাদ সম্মেলনের প্রতিবাদ জানিয়েছেন নর্প নীট ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
এ ঘটনায় প্রতিষ্ঠানটির পক্ষে রোববার (১৮ আগস্ট) সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরেন নর্প নীট ইন্ডাস্ট্রিজ লিঃ-এর স্থানীয় প্রতিনিধি আসাদ উল্যাহ চৌধুরী ধ্রুব।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি জানান, ভালুকা উপজেলার ভায়াবহ মৌজায় সাবেক দাগ নং ১৩৫, হাল দাগ নং ৬২৪ এর মোট ৭৪ শতাংশ জমি বৈধ দলিলপত্রের ভিত্তিতে নর্প নীট ইন্ডাস্ট্রিজ লিমিটেডের নামে খারিজ করা হয়েছে। উক্ত জমির ওপর ভিত্তি করে বর্তমান খারিজ খতিয়ান (২৫-১২২৪, ২৫-১২২৫, ২৫-১২২৬) ও সংশ্লিষ্ট কেইস নং যথাক্রমে ৭২৫৭, ৭২৫৮ ও ৭২৬০ দ্বারা প্রতিষ্ঠানের মালিকানা প্রমাণিত হয়েছে।
তিনি অভিযোগ করেন, এক খারাপ প্রকৃতির মহিলা ও তার দুই ছেলে অসাধু ব্যবসায়ী জোড়পূর্বক ওই জমিতে অবৈধভাবে ঘর নির্মাণ করছেন। এ ঘটনায় ওই মহিলা ভালুকা উপজেলা যুবদলের সভাপতি তারেক উল্যাহ চৌধুরীর প্রভাব ব্যবহার করে মিথ্যা সংবাদ সম্মেলন করে তার সম্মানহানির চেষ্টা করেছেন।
আসাদ উল্যাহ চৌধুরী ধ্রুব দাবি করেন, জমি উদ্ধারের জন্য ১৩ আগস্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা, ভালুকা মডেল থানার ওসি ও সহকারী কমিশনার (ভূমি) বরাবরে লিখিত অভিযোগ দিয়েছেন। তিনি আরও জানান, এর আগে তারেক উল্যাহ চৌধুরীর বিরুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনী ও বিএনপির হাইকমান্ড বরাবরে একাধিক অভিযোগ দাখিল করা হয়েছে।
সংবাদ সম্মেলনে তিনি আরও অভিযোগ করেন, রাজনৈতিক প্রভাব খাটিয়ে তারেক উল্যাহ চৌধুরী নিয়মিতভাবে তাকে হেয় করার চেষ্টা করছেন এবং এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছেন। এর আগে ধ্রুবর ব্যবসা প্রতিষ্ঠান সুপ্রিম এয়ার কন্ডিশন জোরপূর্বক দখল করে নেওয়ার ঘটনাও ঘটেছে বলে দাবি করেন তিনি।
এদিকে একইদিন সকালে ভায়াবহ গ্রামের প্রবাসী আবুল কাশেমের ছেলে নাজমুল হক আসাদ উল্যাহ চৌধুরী ধ্রুব জোরপূর্বক বসতবাড়ি ও পৈত্রিক জমি দখল করার চেষ্টা করছেন অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেন।
এবিষয়ে তারেক উল্যাহ চৌধুরী সাথে কথা বললে তিনি জানান, তার বিরুদ্ধে আনীত অভিযোগ সঠিক নয়। আসাদ উল্যাহ চৌধুরীর সাথে তার কোনো বিরোধ নেই।