শনিবার, ০৩ জানুয়ারী ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:: ময়মনসিংহের ভালুকায় বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীকে একাধিকবার জোরপূর্বক ধর্ষণের অভিযোগ উঠেছে মো: সম্রাট (১৯) নামে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী তরুণী মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। এ ঘটনায় মামলা না নিয়ে ধামাচাপা দিতে মরিয়া তদন্ত কর্মকর্তা।
অভিযুক্ত যুবক উপজেলার জামিরদিয়া তরিফ মুন্সি মোড় এলাকার তোফাজ্জল হোসেন ওরফে কাইল্লার ছেলে এবং হবিরবাড়ি ইউনিয়নের ৪নং ওয়ার্ড ছাত্রলীগের সহ-সভাপতি।
অভিযোগ সূত্রে জানা যায়, প্রায় চার বছর আগে মোবাইল ফোনের মাধ্যমে অভিযুক্ত মোঃ সম্রাট (১৯) তাকে প্রেম-ভালোবাসার প্রস্তাবসহ নানা ভাবে উত্যক্ত করতেন। অভিযুক্তকে এবিষয়ে মানা করলে আরও বেশি বিরক্ত করতে থাকে। একপর্যায়ে বিয়ের প্রলোভন দেখিয়ে প্রেম ভালোবাসার সম্পর্ক গড়ে তোলে।
ভুক্তভোগীর অভিযোগ, অভিযুক্ত যুবক বিয়ের আশ্বাস দিয়ে বিভিন্ন স্থানে নিয়ে যায় এবং একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করে। সর্বশেষ গত ৮ ডিসেম্বর সকাল আনুমানিক ১১টার দিকে স্কয়ার মাস্টারবাড়ী এলাকায় একটি জুতার কারখানার পাশে অভিযুক্তের এক বন্ধুর বাসায় বেড়ানোর কথা বলে তাকে নিয়ে যায়। পরে দুপুরের দিকে বিয়ের প্রলোভন দেখিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করেন। ঘটনার পর অভিযুক্তকে বিয়ে করতে বললে তিনি তা অস্বীকার করেন এবং ভুক্তভোগীকে বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিলে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এসআই মোশাররফ হোসেন আসামির পক্ষ নেন এবং মিমাংসার জন্য বাদীকে প্রস্তাব দেন।
এ বিষয়ে জানতে চাইলে নিউজ না করে সাক্ষাৎ এর জন্য অপেক্ষা করতে বলেন ভালুকা মডেল থানার এসআই মোশাররফ হোসেন।
তবে ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাহিদুল ইসলাম জানান, ভুক্তভোগী তরুনীর সাথে কথা বলে মামলা নেওয়া হবে এবং আসামিকে গ্রেফতার করা হবে।