মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ০৮:২১ অপরাহ্ন

ভালুকায় বিএনপির ৩১ দফা মানুষের কাছে পৌছে দিতে গণসমাবেশ ও লিফলেট বিতরণ

আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:: ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়ন বিএনপির উদ্যোগে গত শনিবার (৮ নভেম্বর) বিকালে সোনার বাংলা স্কুল এন্ড কলেজ মাঠে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা গণমানুষের কাছে পৌছে দিতে গণসমাবেশ ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

হবিরবাড়ী ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মোঃ আলাউদ্দিন মৃধার সভাপতিত্বে ও সাবেক সাধারন সম্পাদক আমিনুল ইসলাম বাসানের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভালুকা উপজেলা বিএনপির সাবেক আহবায়ক, ধানের শীষের মনোনীত প্রার্থী জনাব ফখর উদ্দিন আহমেদ বাচ্চু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ন আহবায়ক মোঃ রুহুল আমিন মাসুদ, পৌর বিএনপির সিনিয়র যুগ্নআহবায়ক সামসুদ্দিন আহমেদ, আহসান উল্লাহ খান রুবেল, উপজেলা বিএনপির যুগ্নআহ্বায়ক গোলজার হোসেন, সাখাওয়াত হোসেন পাঠান, উসমান গনি মল্লিক মাখন, আব্দুল্লাহ আল মামুন খালেক পাঠান। দক্ষিণ জেলা যুবদলের সহসাধারণ সম্পাদক মতিউর রহমান মিলটন, তাজমুল হক মন্ডল, যুবনেতা মাসুদ রানা।

এছাড়াও আরও উপস্থিত ছিলেন ভালুকা উপজেলা ও ইউনিয়নের স্থানীয় পর্যাযের বিভিন্ন নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে ধানের শীর্ষের মনোনীত প্রার্থী ফখর উদ্দিন আহমেদ বাচ্চু বলেন, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের প্রতিক ধানের শীষের জন্য আপনারা কাজ করবেন, কারো কথা শোনার প্রয়োজন নেই। আমরা চাই জনগণের ঐক্য, ভালুকাতে যারা আওয়ামী ফেসিস্ট ছিল তারা ৫ আগষ্টের পর চলে গেছে, এখন যারা ভালুকাতে বসবাস করছে তারা অত্যাচারী না সাধারন মানুষ, তাদের উপর কোন কিছু চাপানোর চেষ্টা করবেন না। দলে কোন সন্ত্রাসের ঠাঁই হবে না। সন্ত্রাস ও দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়তে তারেক রহমানের কোন বিকল্প নাই।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com