শনিবার, ০৩ জানুয়ারী ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন

ভালুকায় বাস দূর্ঘটনায় নিহত ১, আহত ২৬

আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:: ময়মনসিংহের ভালুকায় শ্রমিকবাহী বাস দূর্ঘটনায় মোঃ সুমন মিয়া (২৩) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এসময় ২৬ শ্রমিক আহত হয়েছে।

সোমবার (২৯ ডিসেম্বর) সকালে কাজে যোগ দিতে কারখানায় আসার পথে ফুলবাড়িয়া উপজেলার কান্দানিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

উপজেলার মেদুয়ারী এলাকায় অবস্থিত গ্রীন টেক্সটাইল লিমিটেড কারখানার শ্রমিকদের বহনকারী একটি বাস দূর্ঘটনার কবলে পড়ে। নিহত সুমন মিয়া ভালুকা উপজেলার উথুরা ধলিকুড়ি গ্রামের মোঃ সওকত আলীর ছেলে।

প্রাথমিকভাবে জানা যায়, গাড়িটিতে ২৭ জন শ্রমিক ছিলেন। দুর্ঘটনায় গুরুতর আহত দুই শ্রমিককে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে তাদের একজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। অপরজন বর্তমানে একই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দুর্ঘটনায় আহত অন্যান্য শ্রমিকদের প্রথমে কারখানার মেডিকেল সেন্টারে প্রাথমিক চিকিৎসা দিয়ে পরে তাদের উন্নত চিকিৎসার জন্য ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। আহত শ্রমিকরা বর্তমানে সেখানে চিকিৎসাধীন আছেন।

ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইমারজেন্সি মেডিকেল অফিসার ডা. মোঃ সুমন বিষয়টি নিশ্চিত করে জানান, ১জন নিহত ও ২৬ জন আহত হয়েছেন। উন্নত চিকিৎসার জন্য কয়েকজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com