বৃহস্পতিবার, ০২ অক্টোবর ২০২৫, ১১:২৮ অপরাহ্ন
আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:: ময়মনসিংহের ভালুকায় ফিলিস্তিনিদের উপর চলমান গণহত্যা বন্ধ, মসজিদুল আকসার পবিত্রতা রক্ষা এবং ইসরায়েলি পণ্য বর্জনের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। দারুণনাজাত মডেল মাদরাসা ভালুকা শাখার আয়োজনে এই বিক্ষোভ কর্মসূচি পালিত হয়।
বুধবার (১৬ এপ্রলি) সকালে মাদরাসা প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে ভালুকা-গফরগাঁও সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ড স্মৃতিসৌধ চত্ত্বরে এক সমাবেশে মিলিত হয়। পরে সমাবেশ শেষে পুনরায় মিছিল নিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করে মাদরাসা প্রাঙ্গণে গিয়ে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়। কর্মসূচিতে মাদরাসার শিক্ষক ও বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থী অংশ নেন। এ সময় বক্তারা বিশ্ব বিবেকের প্রতি ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান এবং ফিলিস্তিনের স্বাধীনতা ও মুসলিম ঐক্যের পক্ষে মত প্রকাশ করেন। এ সময় দারুণনাজাত মডেল মাদরাসা ভালুকা শাখার সকল শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন।