শনিবার, ০৪ অক্টোবর ২০২৫, ০২:১৮ পূর্বাহ্ন

ভালুকায় পৌর স্বেচ্ছাসেবকলীগের আনন্দ র‍্যালী

আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ)প্রতিনিধি:: ময়মনসিংহ ভালুকায় নবগঠিত পৌর স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে আনন্দ র‍্যালী অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারী) বিকেলে পৌর স্বেচ্ছাসেবক লীগের নবগঠিত কমিটির সভাপতি এস এম মহসিন শাওন ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান ফেরদৌসের নেতৃত্বে ওই আনন্দ র‍্যালী অনুষ্ঠিত হয়।

র‍্যালীটি উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতালের সামনে থেকে বের হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক সহ পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে ভালুকা বাসস্ট্যান্ড সংলগ্ন ওয়াহেদ টাওয়ারের সামনে গিয়ে মিলিত হয়।

পরে সেখানে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি এস এম মহসিন শাওন ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান ফেরদৌস। এ সময় পৌর স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com