রবিবার, ০৪ জানুয়ারী ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন

ভালুকায় ‘ডেভিল হান্ট ফেইজ-২’ অভিযানে পিতা-পুত্রসহ গ্রেফতার-৩

আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:: ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২’ এর অভিযানে ময়মনসিংহের ভালুকায় সন্ত্রাসী কার্যক্রম ও নাশকতা মামলার আসামী পৃথক দুটি মামলায় পিতা পুত্রসহ তিনজনকে গ্রেফতার করেছে ভালুকা মডেল থানা পুলিশ।

গ্রেফতারকৃত আসামীদের রোববার (১৪ ডিসেম্বর) দুপুরে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এসএনএস সিএনজি স্টেশন সংলগ্ন এলাকা থেকে ভালুকা মডেল থানায় সন্ত্রাস বিরোধী আইনে দায়েরকৃত মামলার পলাতক আসামী, নিষিদ্ধ ছাত্রলীগের সক্রিয় সদস্য মো. জুবায়ের হোসেন সিয়াম (২০) ও ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মোখছেদুল আহম্মেদ সানি (২০)কে গ্রেফতার করেন এবং সন্ত্রাস বিরোধী আইনে (মামলা নং-২১ তাং ১১ নভেম্বর-২৫) তাদেরকে জেলে হাজতে প্রেরণ করা হয়।

অপরদিকে, ২০১৮ সালে বিএনপি অফিস ভাংচুরের ঘটনায় ১১ সেপ্টেম্বর-২৪ ভালুকা মডেল থানায় বিস্ফোরক আইনে দায়েরকৃত মামলার (যার নং-১১) পলাতক আসামি, নিষিদ্ধ ছাত্রলীগের সক্রিয় সদস্য মো. জুবায়ের হোসেন সিয়ামের পিতা, মেদুয়ারী ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও ইউপি সদস্য মো. আতিকুর রহমান খান ওরফে রিটু মেম্বার (৫৮)কে রাতে মেদুয়ারী ইউনিয়নের নিজ বাসা থেকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেন ভালুকা মডেল থানার পুলিশ।

ভালুকা মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আঃ মালেক জানান, সন্ত্রাস ও নাশকতার অভিযোগে গ্রেফতার তিনজনকে সংশ্লিষ্ট মামলায় আদালতে সোপর্দ করে জেল হাজতে পাঠানো হয়েছে। মামলাগুলোর তদন্ত চলমান রয়েছে এবং তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com