বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২৯ পূর্বাহ্ন

ভালুকায় ছাত্রদলের দুই নেতার বিরুদ্ধে অস্ত্র ও মাদক মামলা

ভালুকায় ছাত্রদলের দুই নেতার বিরুদ্ধে অস্ত্র ও মাদক মামলা

আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:: ময়মনসিংহের ভালুকায় ছাত্রদলের মোঃ বিজয় মন্ডল (২৪) ও মোঃ শাহিন মন্ডল (২৫) নামে দুই প্রভাবশালী ছাত্র নেতার বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে মামলা হয়েছে।

মঙ্গলবার রাতে ভালুকা মডেল থানার এসআই রফিকুল ইসলাম বাদী হয়ে এই মামলটি করেন।

বিজয় মন্ডল উপজেলার ৯নং কাচিনা ইউনিয়নের ছাত্রদলের যুগ্ম সম্পাদক এবং মোঃ শাহীন মন্ডল ওই ইউনিয়নের ছাত্রদলের সাধারণ সম্পাদক।

মামলা সূত্রে জানা যায়, উপজেলার কাচিনা ইউনিয়নের বাটাজোর গ্রামে মঙ্গলবার (১৭ জুন) রাতে ৯নং কাচিনা ইউনিয়নের ছাত্রদলের যুগ্ম সম্পাদক বিজয় মন্ডলের বাসায় একজন ব্যক্তি দেশীয় অস্ত্রসহ অবস্থান করছে গোপন সুত্রে সংবাদ পেয়ে ওই বাসায় রাত দেড়টার সময় অভিযান চালায় যৌথবাহিনী। অভিযান চালিয়ে ছুরি, চাইনিজ কুড়াল, সুইচ গিয়ার চাকু, ২টি বিদেশী মদের বোতল ও ৩টি গাঁজা সেবনের কলকি জব্দ করে। এ সময় যৌথবাহিনীর উপস্থিতি টের পেয়ে মোঃ বিজয় মন্ডল ও মোঃ শাহিন মন্ডল কৌশলে পালিয়ে যায়। পরে জব্দকৃত আলামত মডেল থানার হেফাজতে নিয়ে ভালুকা মডেল থানার সাব ইন্সপেক্টর (এসআই) মোঃ রফিকুল ইসলাম বাদী হয়ে অস্ত্র আইনের ১৯৭৮ সংশোধনী (২০০২) এর ১৯ (এফ) ধারা ও ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) সারণির ২১/২৫ ধারায় ১৭ জুন রাতে মামলা (মামলা নং-৩৪) দায়ের করেন।

স্থানীয়রা জানান, ৯নং কাচিনা ইউনিয়নের ছাত্রদলের যুগ্ম সম্পাদক বিজয় মন্ডল এবং ওই ইউনিয়নের ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ শাহীন মন্ডল, দীর্ঘদিন যাবৎ অস্ত্রের ভয় দেখিয়ে এলাকায় প্রভাব বিস্তার ও অপরাধমূলক কর্মকান্ডে জড়িত, তাদের ভয়ে এলাকার কেউ মুখ খোলতেও রাজি হয় না।

অভিযান চালিয়ে ছুরি, চাইনিজ কুড়াল, সুইচ গিয়ার চাকু, ২টি বিদেশী মদের বোতল ও ৩টি গাঁজা সেবনের কলকি জব্দ করে।

মোঃ শাহীন মন্ডল অভিযোগের বিষয়টি অস্বীকার করে জানান, আলামত উদ্ধারের বিষয়ে আমি অবগত নই। বিজয় মন্ডল জানান, ওই ঘরে কুড়াল ও একটি চাকু তার মা রেখেছিলো বাকিগুলোর বিষয়ে কিছুই জানেন না।

ভালুকা উপজেলা ছাত্রদলের আহবায়ক লুৎফর রহমান খান সানি বলেন, এ বিষয়ে আমরা তদন্ত করে দেখে যদি তারা অপরাধি প্রমাণিত হয় তাহলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেবো।

উল্লেখ, ৯নং কাচিনা ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সম্পাদক মোঃ বিজয় মন্ডলের বিরুদ্ধে ২০২২ সালে সংগঠনের শৃঙ্খলা পরিপন্থি কাজে জড়িত থাকার অভিযোগে পদ পদবী স্থগিত করা হয়েছিল। আনুমানিক ১০ মাস পরে পুনরায় তাকে স্ব-পদে বহাল করা হয়।

ভালুকা ক্যাম্প কমান্ডার জানান, যৌথবাহিনীর অভিযান পরিচালনা করে জব্দকৃত মালামাল মডেল থানায় হস্তান্তর করে আইনী ব্যবস্থা নিতে বলা হয়েছে এবং এধরণের অভিযান অব্যাহত থাকবে।

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির জানান, মামলা রেকর্ড করা হয়েছে এবং আসামিদেরকে গ্রেফতারের চেষ্টা চলছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com