রবিবার, ০৫ অক্টোবর ২০২৫, ০৮:২৩ অপরাহ্ন

ভালুকায় কারখানায় কাজ বন্ধ, মহাসড়কে শ্রমিকদের বিক্ষোভ

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:: ময়মনসিংহের ভালুকায় অর্ডার সংকটে বন্ধ হয়ে গেছে ওরিয়ন নীট টেক্সটাইল লিমিটেডের উৎপাদন কার্যক্রম। দীর্ঘদিন ধরে বেতন-বোনাসসহ বিভিন্ন পাওনা পরিশোধ না করায় ক্ষুব্ধ শ্রমিকরা মহাসড়কে বিক্ষোভ ও সমাবেশ করেছেন।

রোববার (৫ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার জামিরদিয়ার আইডিয়াল মোড় এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

এর আগে কারখানার গেইটে বিক্ষোভ সমাবেশ করেন তারা। এতে কারখানার প্রায় ১ হাজার শ্রমিক ও কর্মকর্তা অংশ নেন।

বিক্ষোভে অংশ নেওয়া শ্রমিকরা জানান, আগস্ট মাসের বেতন ১৮ সেপ্টেম্বর দেওয়ার কথা থাকলেও এখনো ম্যানেজমেন্টের ৪২ জন কর্মকর্তা তা পাননি। শ্রমিকদের গত মাসের বেতনও বকেয়া রয়েছে। এছাড়া, রিজাইন করা ৫৩ জন শ্রমিকের প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি ও অন্যান্য বেনিফিট বকেয়া রয়েছে।

তারা অভিযোগ করে বলেন, কারখানার মালিকপক্ষ দীর্ঘদিন ধরে যোগাযোগবিহীন অবস্থায় রয়েছে। এতে চাকরি হারানোর আশঙ্কা তৈরি হয়েছে। শ্রমিকদের দাবি, আগামী ৮ অক্টোবরের মধ্যে সব বকেয়া পরিশোধ করতে হবে, অন্যথায় আরও কঠোর আন্দোলনে নামবেন তারা।

খবর পেয়ে ভালুকা আর্মি ক্যাম্পের টহল দল, শিল্প পুলিশ ও হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে কারখানা মালিকপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাদের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে শিল্প পুলিশ-৫-এর পুলিশ সুপার ফরহাদ হোসেন খান বলেন, বিক্ষোভের পেছনে মালিকানা জটিলতা রয়েছে। বিষয়টি সমাধানে আমরা মালিকপক্ষ ও শ্রমিকদের নিয়ে আলোচনা করছি। শ্রমিকদের বকেয়া বেতন দ্রুত দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এখন পরিবেশ শান্ত আছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com