মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ০৮:২৪ অপরাহ্ন
আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় রাস্তা পারাপারের সময় কাভার্ডভ্যানের চাপায় মফিজ উদ্দিন (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার কাশর রোড মাষ্টারবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মফিজ উদ্দিন উপজেলার জামিরদিয়া ডুবালিয়াপাড়া এলাকার সফর উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে মফিজ উদ্দিন মাষ্টারবাড়ী এলাকায় কাশর রোড থেকে ঢাকা ময়মনসিংহ রাস্তা পার হচ্ছিলেন। এ সময় একটি কাভার্ডভ্যান (চট্ট মেট্টো-ট: ১১-৭১৭০) তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ভরাডোবা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মেহেদী মাসুদ জানান, দুর্ঘটনায় নিহতের মরদেহ আইনী প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। কাভার্ডভ্যানসহ এর চালক জুবায়ের হোসেন (৩৯)কে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।