বৃহস্পতিবার, ০২ অক্টোবর ২০২৫, ০৭:৫৩ অপরাহ্ন

ভালুকায় অবৈধ ভারতীয় মদবোঝাই পিকআপ জব্দ

ভালুকায় অবৈধ ভারতীয় মদবোঝাই পিকআপ জব্দ

আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:: ময়মনসিংহের ভালুকায় গোপন সংবাদের ভিত্তিতে ধাওয়া করে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় মদবোঝাই একটি পিকআপ জব্দ করেছে যৌথবাহিনী। পিকাপটি জব্দ করা গেলেও চালক পালিয়ে যায়। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

রবিবার (১ জুন) সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উপজেলা হাজীর বাজার এলাকা থেকে জব্দকৃত পিকাপটি হাইওয়ে থানা পুলিশের কাছে হস্তান্তর কর হয়।

সেনাবাহিনীর ভালুকা ক্যাম্প কমান্ডার জানান, গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনী ধাওয়া করে, পরে ধাওয়া খেয়ে পিকাপটি দ্রুতগতিতে পালানোর চেষ্টা করলে উপজেলার হাজীর বাজার এলাকায় গিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ডিভাইডারের সাথে ধাক্কা লেগে উল্টে পড়ে যায়। পরে পিক-আপে তল্লাশি করে ১৪ বস্তা (৩৮৮ বোতল) মদসহ গাড়ীটি জব্দ করে ভরাডোবা হাইওয়ে থানায় হস্তান্তর করা হয়।

ভরাডোবা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম জানান, ঈদ উপলক্ষে মহাসড়কে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে যৌথবাহিনীর চলমান অভিযানে হাজীর বাজার এলাকা থেকে মদবোঝাই একটি পিকআপ ভ্যান জব্দ করেন, পরে যৌথ বাহিনী তল্লাশি করে বিভিন্ন ব্র্যান্ডের ৩৮৮ বোতল ভারতীয় অবৈধ মদ উদ্ধার করে। এ ঘটনায় জড়িতদের খুঁজে বের করে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com