রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৩৩ পূর্বাহ্ন

বেশি চাপাচাপি করলে আইএমএফ থেকে বের হয়ে আসব: ড. আনিসুজ্জামান

বেশি চাপাচাপি করলে আইএমএফ থেকে বের হয়ে আসব: ড. আনিসুজ্জামান

নিজস্ব প্রতিবেদক, একুশের কণ্ঠ:: প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরী বলেছেন, ৫ আগস্ট পট পরিবর্তনের পর দেশের অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে। যেখানে আমাদের রিওয়ার্ড (পাওয়ার) পাওয়ার কথা, সেখানে পানিশম্যান্ট (শাস্তিমূলক) ব্যবস্থা নেওয়ার মতো অবস্থা তৈরি করা হচ্ছে। বেশি চাপাচাপি করলে, মোটামুটি সিদ্ধান্ত নিয়েছি, আমরা আইএমএফ থেকে বের হয়ে আসব।

শনিবার (৩ মে) রাজধানীর ফার্মগেটে অবস্থিত বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি) মিলনায়তনে আয়োজিত এক সেমিনারে ড. আনিসুজ্জামান এসব কথা বলেন।

ড. আনিসুজ্জামান বলেন, আইএমএফ থেকে ঋণ নেওয়ার অর্থই হচ্ছে আইসিইউতে যাওয়ার মতো অবস্থা। আইসিওতে যাওয়ার মতো অবস্থা কে তৈরি করেছে? কারা দেশের অর্থনীতিকে রুগ্ণ করেছে?

তিনি আরও বলেন, বর্তমান অন্তবর্তীকালীন সরকার দেশের অর্থনীতির সে সংকটাপণ্ন অবস্থা কাটিয়ে উঠতে সক্ষম হয়েছে। এখন কেন আমরা আইসিইউতে থাকব? এখন যদি বেশি চাপাচাপি করে তাহলে আমরা আইএমএফের ঋণের শর্ত থেকে বের হয়ে আসব। বিভিন্ন দাতাগোষ্ঠির সহযোগিতার নির্ভরশীলতা থেকে বের হয়ে আসা প্রয়োজন বলেও মত দেন প্রধানর উপদেষ্টার বিশেষ সহকারী।

ড. আনিসুজ্জামান বলেন, আমরা এলডিসি থেকে বের হয়ে আসব এটি সরকারের সিদ্ধান্ত। বলা হচ্ছে, এলডিসি থেকে বের হয়ে আসলে আমাদের তৈরি পোশাক খাত সংকটে পড়বে। ১৯৭৯ সালে গার্মেন্টসের যাত্রা শুরু করেছি। এখনো যদি বলা হয়, আমরা সংকটে পড়ব, তাহলে আমরা কবে ঘুরে দাঁড়াব? সবাইকে নিয়ে সংকট মোকাবিলা করা হবে।

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী বলেন, বাংলাদেশে আজকের যে রুপান্তর, তার পেছনে রয়েছে তিনটি চালিকাশক্তি। এগুলো হলো গার্মেন্ট, রেমিট্যান্স ও কৃষি।

তিনি আরও বলেন, আমাদের কৃষিকে এগিয়ে নিয়ে যেতে হবে, এর কোনো বিকল্প নেই। কৃষিকে আমাদের উন্নয়সেনর কেন্দ্রে রাখতে হবে। একইসঙ্গে শিল্পখাতকেও গুরুত্ব দিতে হবে। শিল্পখাতকে অগ্রাধিকার দেওয়ার অর্থ এই নয়, কৃষিকে কম গুরুত্ব দেওয়া। কৃষি ও শিল্পকে সমান গুরুত্ব দিয়ে এগিয়ে যেতে হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com