মঙ্গলবার, ০৫ অগাস্ট ২০২৫, ০৯:৫৬ পূর্বাহ্ন

বেনাপোল স্থলবন্দরে দুই দিন আমদানি-রফতানি বন্ধ

শার্শা (যশোর) প্রতিনিধিঃ ভারতের উত্তর ২৪ পরগনা জেলায় বিধানসভা নির্বাচন ও সাপ্তাহিক ছুটি থাকায় বেনাপোল স্থলবন্দরের সঙ্গে ভারতের পেট্রাপোল বন্দরের দুই দিন আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ রয়েছে। তবে শর্ত সাপেক্ষে পাসপোর্টধারী যাত্রী চলাচল সচল থাকছে।

বৃহস্পতিবার (২২ এপ্রিল) বেনাপোল সিঅ্যান্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশনের সেক্রেটারি সাজেদুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ভারতের উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ মহাকুমা অঞ্চলে বৃহস্পতিবার বিধানসভা নির্বাচন। এ উপলক্ষে পেট্রাপোল বন্দরের সঙ্গে বেনাপোল বন্দরের সকল প্রকার আমদানি-রফতানি বন্ধ থাকবে বলে ওপারের বন্দর ব্যবহাকারীরা জানিয়েছেন। এ ছাড়া শুক্রবারও (২৩ এপ্রিল) সাপ্তাহিক ছুটির দিন হিসেবে আমদানি-রফতানি বাণিজ্য হবে না। শনিবার থেকে বাণিজ্য স্বাভাবিক হবে।

পেট্রাপোল স্টাফ ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী মুঠোফোনে বলেন, পেট্রাপোল বন্দর বঁনগা থানার মধ্যে পড়েছে। নির্বাচনের মধ্যে বাণিজ্যিক নিরাপত্তা বিঘ্ন ঘটতে পারে। বিষয়টি মাথায় রেখে ব্যবসায়ীরা এ পথে আমদানি-রফতানি বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়।

বেনাপোল বন্দরের ভারপ্রাপ্ত পরিচালক আব্দুল জলিল বলেন, বৃহস্পতিবার ভারতের সঙ্গে আমদানি-রফতানি বন্ধ থাকলে বেনাপোল বন্দরে পণ্য খালাস সচল থাকবে। শনিবার (২৪ এপ্রিল) থেকে স্বাভাবিক নিয়মে আবারো এ পথে দুই দেশের মধ্যে আমদানি-রফতানি কার্যক্রম স্বাভাবিক হবে।

জানা গেছে, প্রতিদিন ভারত থেকে প্রায় ৫০০ ট্রাকে বিভিন্ন ধরনের পণ্য বেনাপোল বন্দরে প্রবেশ করে। এ ছাড়া বাংলাদেশি প্রায় দেড়শ ট্রাক পণ্য রফতানি হয় ভারতে। বর্তমানে সরকারি আর সাপ্তাহিক ছুটির দিন ছাড়া অন্যান্য দিনে ২৪ ঘণ্টা চলে বন্দরের বাণিজ্যিক কার্যক্রম। আমদানি পণ্যের মধ্যে গার্মেন্টস, কেমিকেল, তুলা, মাছ, মেশিনারিজ ও শিশু খাদ্য উল্লেখ্যযোগ্য। রফতানি পণ্যের মধ্যে বেশির ভাগ পাট ও পাটজাত দ্রব্য।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com