বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন

বেগম খালেদা জিয়া বিএনপির আবেগ তার আদর্শকে জাগ্রত রাখতে হবে- আশফাক

বেগম খালেদা জিয়া বিএনপির আবেগ তার আদর্শকে জাগ্রত রাখতে হবে- আশফাক

নিজস্ব প্রতিনিধিঃ ঢাকা-১আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক বলেছেন, বেগম খালেদা জিয়া বিএনপির আবেগ, আমাদের ভালোবাসা। তাঁর এ বিদায় জাতির জন্য অপূরনীয় ক্ষতি। সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির সাবেক চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় নাগরিক শোক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেল ৫টায় ঢাকার দোহার উপজেলার ঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ এ নাগরিক শোকসভা অনুষ্ঠিত হয়। দোহার উপজেলা ও পৌরসভা বিএনপিসহ স্থানীয় এলাকাবাসী এ আয়োজন করেন। এতে কয়েক হাজার নারী পুরুষ অংশ নেয়।

বেগম খালেদা জিয়া বিএনপির আবেগ তার আদর্শকে জাগ্রত রাখতে হবে- আশফাক

খন্দকার আবু আশফাক বলেন, এদেশের মানুষের মুক্তির জন্য, শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের জন্য, মা-বোনদের অধিকার আদায়ে বেগম খালেদা জিয়া ছিলেন অটল। স্বামী ও ছোট ছেলে আরাফাত রহমান কোকোকে হারিয়েছেন। বড় ছেলে তারেক রহমান দীর্ঘ ১৭ বছর যাবত পরবাসে ছিলেন। তবুও জীবনের শেষ সময়েও তিনি ছিলেন আপোষ করেননি।

তিনি বলেন, আপোসহীন এ নেত্রী ছিলেন জনগণের নেত্রী। তাঁর জানাজায় সর্বস্তরের, সব ধর্মের মানুষের উপস্থিতি প্রমাণ করেছে তিনি ছিলেন দলমত নির্বশেষে গণমানুষের নেত্রী। দোহার উপজেলা বিএনপির সভাপতি এস এম নজরুল ইসলাম মেছের এতে সভাপতিত্ব করেন। দোহার পৌরসভা বিএনপির সভাপতি এস এম কুদ্দুস ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ অনুষ্ঠান সঞ্চালনা করেন।

বেগম খালেদা জিয়া বিএনপির আবেগ তার আদর্শকে জাগ্রত রাখতে হবে- আশফাক

এসময় বক্তব্য রাখেন জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য শহীদ খন্দকার, বিএনপির নির্বাহী কমিটির সদস্য গিয়াস উদ্দিন আহমেদ, কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি রেজাউল কবির পল, কেন্দ্রীয় জাসাসের সাবেক সহ-সভাপতি মো. সালাহউদ্দিন মোল্লা, ঢাকা জেলা বিএনপির নেতা বীর মুক্তিযোদ্ধা অ্যাড. আবু তালেব সিকদার, অ্যাডভোকেট মনির হোসেন রানা, ইউনুস আলী খান, ঢাকা জেলা মহিলাদলের সভাপতি শামীমা রাহিম শিলা, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ওয়াহিদুর রহমান বানী, জেলা যুবদলের সহ-সভাপতি হাসেম বেপারী, সহ-সভাপতি তানভির আহমেদ সানু প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com