বুধবার, ২৭ অগাস্ট ২০২৫, ১২:৫৮ পূর্বাহ্ন

বিএনপি-জামাত জোটের নৈরাজ্য, সহিংসতা প্রতিরোধ করতে বললেন মাশরাফি

নড়াইল প্রতিনিধি:: নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা বলেন, বিএনপি-জামাত জোটের নৈরাজ্য, সহিংসতা ও অব্যহত দেশ বিরোধী ষড়যন্ত্রে প্রতিবাদে সকল গ্রুপিং রাগ অনুরাগ অভিমান ভুলে এক হয়ে মোকাবেলা করতে হবে। বিএনপি-জামায়াত জোটের নৈরাজ্য, সহিংসতা ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে নড়াইলে শান্তি সমাবেশে অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকালে জেলা আওয়ামী লীগের আয়োজনে শহরের পুরাতন বাস টার্মিনালে বঙ্গবন্ধু মঞ্চে জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা।

প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু।

এসময় আরো বক্তব্য রাখেন পৌর মেয়র আঞ্জুমান আরা, জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ মোহাম্মদ আলী, অ্যাডভোকেট গোলাম নবী, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট অচিন চক্রবর্ত্তি, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ওমর ফারুক, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শাহ জালাল মুকুল ও জেলা উপজেলা, পৌর আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা কর্মি এ সময় উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com