বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ০৭:৫১ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক॥ ঈদ পরবর্তী দ্বিতীয় দিনে দোহার নবাবগঞ্জের বিএনপির সকল নেতাকর্মীদের নিয়ে পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। ঢাকা জেলা বিএনপির সভাপতি ও ঢাকা-১ আসনের মনোনয়ন প্রত্যাশী খন্দকার আবু আশফাকের বাড়ি কলাকোপায় রোববার দুপুরে এ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। তবে এ মিলনমেলায় তাঁদের উপস্থিততে এক ধরনের নিবার্চনী আমেজও দেখা গেছে। সকলের বক্তব্যেই আগামী নির্বাচনের বিষয়টি স্পষ্ট ফুটে উঠেছে। এসময় দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে কঠোর হুশিয়ারী দেয়া হয়
দলীয় সূত্র জানায়, ঈদ উপলক্ষে সকল নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় ও পুনর্মিলনী উপলক্ষে কলাকোপায় পুকুর পাড়ে এ আয়োজন করা হয়। এসময় দোহার ও নবাবগঞ্জের প্রতিটি ইউনিয়নের বিএনপির এবং অঙ্গসংগঠনের সভাপতি সাধারণ সম্পাদকসহ বিভিন্ন স্তরের নেতারা উপস্থিত হয়।
অনুষ্ঠানে ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক বলেন, আগামী জাতীয় নির্বাচনের দলের প্রার্থীর পক্ষে সকলকে মিলে কাজ করতে হবে। দেশের মানুষের সংকট ও হতাশা দূর করতে বিএনপিকে আস্থার জায়গা তৈরী করতে হবে। তা না হলে অশুভ শক্তি আবারও মাথা চাড়া দিয়ে উঠতে পারে। বিগত ১৭ বছর অনেক তরুণ ভোট দিতে পারেনি। তাঁদের প্রত্যাশা পূরণে গণতন্ত্র প্রতিষ্ঠার বিকল্প নেই। তাই এখনই কোনো কিছু চাওয়া পওয়ার হিসেবে না করে জনগণের পাশে থেকে কাজ করতে হবে।
আশফাক বলেন, চাঁদাবাজি, দখল ও দুর্নীতির শিকর উপড়ে ফেলতে এখন থেকেই কাজ করতে হবে। দলের ভেতর কেউ এ কাজ করলে ছাড় নয়। কেউ পোষ্টার ফেষ্টুন টাঙ্গিয়ে দলের নাম ভাঙ্গিয়ে ক্ষমতার অপব্যবহার বা অনৈতিক কাজ করলে তাঁকে প্রতিহত করতে হবে। অনুষ্ঠান শেষে নেতাকর্মীদের সাথে কুশল বিনিময় ও মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আবুল কালাম, এরশাদ আল মামুন, আব্দুল ওয়াহিদ, দোহার সাধরণ সম্পাদক মাসুদ পারভেজ, ঢাকা জেলা যুবদলের জেষ্ঠ্য সহসভাপতি আবুল হাশেম বেপরীসহ দোহার নবাবগঞ্জের নেতৃবৃন্দ।