বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৩:১৩ পূর্বাহ্ন
বাঘা (রাজশাহী) প্রতিনিধিঃ
বাঘায় বাবলু হোসেন (৫২) নামের এক হলুদ ব্যবসায়ীর লাশ ট্রেন থেকে উদ্ধার করেছে বাংলাদেশ রেলওয়ে পুলিশ। মঙ্গলবার (৩ মার্চ) তার পকেটে থাকা একটি কাগজে ঠিকানা মোতাবেক বাড়িতে খবর দেয় পুলিশ। আগের দিন সোমবার (২-০৪-১৮) রাত দুইটার দিকে রহনপুর ষ্টেশন থেকে তার লাশ উদ্ধার করা হয়। সে রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী হামিদকুড়া গ্রামের মৃত আজিজুল হোসেনের ছেলে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে লাশের ময়না তদন্ত শেষে মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় পরিবারের কাছে হস্তান্তর করা হয়। জানাযা নামাজ শেষে এলাকার গোরস্থানে দাফন করা হয়। বিষয়টি নিশ্চিত করেন তার চাচাতো ভাই মো. সামসুজ্জোহা।
পারিবারিক সূত্রে জানা যায়, ৩১ মার্চ হলুদ বিক্রি করার জন্য খুলনায় যায় বাবলু হোসেন। সেখানে হলুদ বিক্রি শেষে ২ এপ্রিল মহানন্দা ট্রেনে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। তার নামার কথা ছিল নিজ এলাকার আড়ানী রেলষ্টেশনে। অজ্ঞাত কারণে এ ষ্টেশনে তার নামা হয়নি। ট্রেনটি রহনপুর ষ্টেশনে গিয়ে থামার পর, অন্য যাত্রীরা নামলেও সে আর নামছে দেখে, বিষয়টি রেলওয়ে পুলিশকে জানায় রেলের ওই বগির যাত্রীরা। পুলিশ তার কাছে গিয়ে কোন সাড়া শব্দ না পেয়ে স্থানীয় ডাক্তারকে দেখায়। চিকিৎসক তাকে পরীক্ষা করে দেখার পর মৃত বলে ঘোষণা দেন। পরিবারের দাবি, অজ্ঞান পাটির খপ্পরে পড়ে এমন ঘটনা ঘটেছে।
আড়ানী রেলওয়ে ষ্টেশন মাস্টার কাউসার রহমান বলেন, খুলনা থেকে সকাল ১১টায় মহান্দা ট্রেন ছাড়ে। আড়ানী ষ্টেশনে এসে থামে রাত ৮টা ২২ মিনিটে। এখানে দুই ঘন্টা বিরতির পর রাত ১০টা ১২ মিনিটে ট্রেন পূনরায় ছাড়ে। ট্রেনটি সরাসরি চাপাইনবাবগঞ্জ থেকে রহনপুর চলে যায়।