বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৮:১৩ অপরাহ্ন
বাঘা (রাজশাহী) প্রতিনিধি॥ রাজশাহী বাঘার রাজু (১৭) নামের এক ভ্যান চালককে চারঘাটে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিজ এলাকা থেকে ভ্যানে যাত্রী নিয়ে চারঘাটে যাওয়ার পর তাকে শ্বাসরোধে হত্যা করা হয়।
বৃহস্পতিবার (১ নভেম্বর) চারঘাট মডেল থানা পুলিশ চারঘাটের হাবিবপুর মাদ্রাসা এলাকার ধান ক্ষেত থেকে তার মরাদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসাপাতাল মর্গে পাঠিয়েছে। আগের দিন রাতের যে কোন সময়ে তাকে হত্যা করে দুর্বৃত্তরা। নিহত রাজু বাঘা উপজেলার বাউসা মাঝপাড়া গ্রামের অজিতের ছেলে। এ ঘটনায় একই গ্রামের মহিরের ছেলে আল মামুনকে আটক করে ব্যাটারিচালিত অটো ভ্যান উদ্ধার করেছে পুলিশ। পুলিশের জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বিকার করে জড়িতদের নামও বলেছে মামুন।
নিহত রাজু পেশায় ভ্যানচালক ছিলেন বলে জানান তার মা রোজিনা বেগম। চাচা আব্দুল হামেদ জানান, বুধবার বিকালে ভাড়ার উদ্দেশ্যে ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়। সন্ধ্যার পর বাউসা বাজার থেকে নন্দনগাছি যাওয়ার জন্য ভ্যান ভাড়া করে একই গ্রামের মাইনুল ইসলামের ছেলে আল মাহমুদ ও খলিল উদ্দীনের ছেলে শাকিরসহ অজ্ঞাত আরো দুইজন। এর পর সে আর বাড়ি ফেরেনি।
চারঘাট থানার ওসি (তদন্ত) আব্দুল বারী জানান, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে, অটো ভ্যানটি ছিনতাইয়ের উদ্দেশ্য শ্বাস রোধ করে তাকে হত্যা করা হয়েছে। এবিষয়ে হত্যা মামলা দায়ের করা হবে বলে জানান তিনি।