বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ১১:০৩ অপরাহ্ন
বাঘা (রাজশাহী) প্রতিনিধি॥ রাজশাহীর বাঘায় ফটো সাংবাদিক মোঃ দোয়েলের ৩০ হাজার টাকা মুল্যের একটি ছাগলকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
রোববার (২২ এপ্রিল) উপজেলার হেলালপুর গ্রামে এই ঘটনাটি ঘটেছে। একই এলাকার মুছাব্বর হোসেন মুছার আম বাগানে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে ছাগলটিকে কুপিয়ে হত্যা করা হয় বলে ৪ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন ছাগল মালিক দোয়েলের দুলাভাই আফসার আলী। অভিযুক্তরা হলেন- মুছার দুই ছেলে নুর হোসেন, আবদুর রাজ্জাক ও দুই ছেলের স্ত্রী ফজিলা বেগম, রাজিয়া বেগম।
স্থানীয়রা জানান, ছাগলটি বাগানে গিয়ে ছোট আম গাছের আম খাচ্ছিল। এ সময় ধারালো হাসুয়া দিয়ে কুপিয়ে জখম করা হয়। এর কিছুক্ষণ পর ছাগলটি মারা যায়।
অভিযুক্তদের একজন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনাটি অনাকাঙ্খিতভাবে ঘটেছে। বাঘা থানার অফিসার ইনচার্জ রেজাউল হাসান রেজা বলেন, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।