বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৮:১৫ অপরাহ্ন

বাঘায় প্রশাসনের আর্থিক সহায়তায় বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেল সোহাগ

বাঘা (রাজশাহী) প্রতিনিধি॥ রাজশাহীর বাঘায় হতদরিদ্র পরিবারের মেধাবী সোহাগ আলমের পাশে দাড়িয়েছে প্রশাসন।

সোমবার (৫ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য তাকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

২০১৮-২০১৯ শিক্ষা বর্ষে ঢাকা, রাজশাহী ও জাহাঙ্গীর নগর বিশ্ব বিদ্যালয়সহ রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ব বিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েও টাকার অভাবে ভর্তি নিয়ে অনিশ্চিয়তার মধ্যে পড়েছিল সোহাগ আলম ও তার পরিবার।

উপজেলা নির্বাহি অফিসার শাহিন রেজা জানান, বিষয়টি জানার পর রাজশাহী জেলা প্রশাসক সোহাগ আলমের ভর্তির জন্য আর্থিক সহায়তা প্রদানের নির্দেশ দেন। সেই মতে আর্থিক সহায়তা প্রদান করে তার ভর্তির ব্যবস্থা করে দেওয়া হয়েছে। তবে অর্থের পরিমান বলেন নি নির্বাহী অফিসার।

এদিকে, ভর্তির অর্থ পেয়ে খুশি সোহাগ আলম ও তার পরিবার। সোহাগ আলম রাজশাহীর বাঘা উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের দেবত্তর-বিনোদপুর গ্রামের হতদরিদ্র দিনমজুর আকরাম আলীর ছেলে। অস্বচ্ছল সংসারে অভাব অনটনের মধ্যেও লেখা পড়ায় অদম্য ছিল সোহাগ আলম। পঞ্চম ও অষ্টম শ্রেণিতে ট্যালেন্টপুলে বৃত্তি ছাড়াও এসএসসি ও এইচএসসিতে জিপিএ-৫ পেয়েছে সে। এবার রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তির কথা জানিয়েছে সোহাগ আলম।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com