রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৪৭ পূর্বাহ্ন

বাঘায় পূজা উদযাপন পরিষদের সাথে ওসির মতবিনিময় সভা

বাঘা (রাজশাহী) প্রতিনিধি::
নির্ভয়ে আসন্ন শারদীয় দূর্গাপূজা উৎসবের লক্ষে রাজশাহীর বাঘায় পূজা উদযাপন পরিষদের দায়িত্বশীলদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। শনিবার (২২-৯-১৮) সকালে বাঘা থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা মহসীন আলীর সভাপতিত্বে থানায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশেই দুর্গোৎসব উদযাপনের লক্ষে এই সভার আয়োজন করেন ওসি। তিনি বলেন, অপ্রীতিকর ঘটনা এড়াতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থাসহ প্রতিটি মন্দিরে, পুলিশের পাশাপাশি আনসার ও ভিডিপি সদস্য সার্বক্ষনিক দায়িত্ব পালন করবে। এছাড়া ২/৩টি মন্দিরের দায়িত্বে থাকবেন ১জন করে সাব ইন্সপেক্টর। থাকবে র‌্যাব সদস্যদের টহলদল। দূর্গাপূজাকে কেন্দ্র করে কোনো ধরণের বিভ্রান্তিমূলক প্রচারণা যাতে না হয় সেদিকে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান ওসি।
হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের বাঘা উপজেলা শাখার সভাপতি সুজিত কুমার বাকু পান্ডের সঞ্চালনায়, মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, রাজশাহী জেলা জেলা পরিষদের সংরক্ষিত আসনের নারি সদস্য জয় জয়ন্তী মালতী, বাঘা প্রেসক্লাবের সভাপতি আব্দুল লতিফ মিঞা, সাধারণ সম্পাদক নুরুজ্জামান, বাঘা উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক অধ্যাপক রাম গোপাল, বাঘা থানার তদন্ত কর্মকর্তা আব্দুল ওয়াহাব। উপস্থিত ছিলেন, শিক্ষক নির্মল কুমার, অপূর্ব সাহা, প্রশান্ত কুমারসহ চল্লিশটি মন্দিরের অন্যান্য নের্তৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com