রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৪২ পূর্বাহ্ন

বাঘায় ‘দেশটাকে পরিস্কার করি’ দিবস পালিত

বাঘা (রাজশাহী) প্রতিনিধি॥ “চারপাশে ময়লা নাই, এমন একটা দেশ চাই” এ শ্লোগানে ‘দেশটাকে পরিস্কার করি’ দিবস পালিত হয়েছে। বর্ণাঢ্য র‌্যালি ও মানব সৃষ্ট ময়লা-আবর্জনা পরিস্কারের মধ্য দিয়ে পালিত হয়েছে “দেশটাকে পরিস্কার করি দিবস”।

শনিবার (১৫-৯১৮) দুপুরে “পরিবর্তন চাই” নামের একটি সামাজিক সংগঠনের উদ্যোগে এ দিবসটি পালন করা হয়।

স্থানীয় স্কুল-কলেজের স্বেচ্ছাসেবীদের অংশগ্রহণে উপজেলার পুরাতন বাসষ্ট্যান্ড এলাকায় বঙ্গবন্ধু চত্বর থেকে এক র‌্যালি বের হয়ে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। র‌্যালি শেষে আয়োজক আব্দুল হাই দেশটাকে পরিষ্কার করার লক্ষে বক্তব্য রাখেন। এসময় স্থানীয় ব্যবসায়ীদের নিজ নিজ দোকানের সামনে পরিচ্ছন্ন রাখতে ময়লা আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলার অনুরোধ জানান। এর আগে সেখানকার সড়কগুলোর আবর্জনা পরিষ্কার পরিচ্ছন্নতা শুরু করেন স্বেচ্ছাসেবীরা। মুখে মাস হাতে ঝাড়ু-বেলচা, কাঁধে বিনব্যাগ নিয়ে পরিচ্ছন্নতায় অংশ নেন তারা। এসময় উপস্থিত ছিলেন, সংগঠনটির সমন্বয়ক বিশিষ্ট সাংবাদিক, লেখক শাহ আলম মামুন,আব্দুল লতিফ, গনমাধ্যম ও মানবাধিকার সংগঠক ইঞ্জিনিয়ার আখতার রহমান,শাহানুর আলম বাবু, আজিজ সরকার, মোশারফ হোসেন, বাদল, ইসরাফিল ও শাহজালালসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

সমন্বয়ক শাহ আলম জানান, “পরিবর্তন চাই” একটি উদ্যোগ। ২০১৪ সাল থেকে যার সদস্যরা সাধারন মানুষের চিন্তা চেতনার পরিবর্তন এবং জনগনের জীবন যাত্রার মান উন্নয়নে একক এবং যৌথভাবে দেশের শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি ও বেসরকারি সংস্থার সাথে বিভিন্ন কর্মসূচী পালন করে আসছে। পরিচ্ছন্নতা ও রাস্তাঘাটে ময়লা না ফেলার জন্য গনসচেতনতা তৈরির অভিযান চালিয়ে আসছেন। তারই ধারাবাহিকতায় এবার রাজশাহীর বাঘায় “দেশটাকে পরিষ্কার করি” কর্মসূচির আয়োজন করা হয়েছে। ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টাই পাল্টে দেবে বাংলাদেশকে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com