মঙ্গলবার, ০৫ অগাস্ট ২০২৫, ০১:১৬ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, যশোর::
বাঘারপাড়ায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে উপজেলার নারিকেলবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতদের পারিবারিক সুত্রে জানা গেছে, উপজেলার নারিকেলবাড়িয়া গ্রামের সরদার পাড়ায় মিজানুর রহমানের পুকুর পাড়ে সৈয়দ আলীর ছেলে আলামিন হোসেন (৫) ও প্রতিবেশী জামান আলীর ছেলে সাদ হোসেন (৫) সকাল থেকে খেলা করছিল। বেলা সাড়ে ১২ টার দিকে ঐ দুই শিশুর পরিবারের লোকজন তাদেরকে পুকুর পাড়ে দেখতে না পেয়ে চারিদিকে খোজাঁখুজি শুরু করে। এক পর্যায়ে তাদের পুকুর থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়। এরপর তাদের বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। এসময় কর্তব্যরত চিকিৎসক উভয়কে মৃত ঘোষণা করেন।
বাঘারপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. কৌশিক আশরাফ জানিয়েছেন, শিশু দুটিকে হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়।