বুধবার, ০১ অক্টোবর ২০২৫, ০৬:৪৪ পূর্বাহ্ন
কেরানীগঞ্জ প্রতিনিধি:: আগামী নির্বাচন পিআর পদ্ধতিতে হবে না। যারা বলেন নির্বাচন হবেনা, তাদের বলতে চাই, কোন লাভ নাই। ফেব্রুয়ারির প্রথম অধ্যায় হবে সংসদ নির্বাচন।
গত বৃহস্পতিবার বিকেলে কেরানীগঞ্জ মডেল থানাধীন আটি পাঁচদোনা উচ্চ বিদ্যালয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও সমাবেশে প্রধান অতিথি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা আমানউল্লাহ আমান এসব কথা বলেন।
বিএনপি সরকারে আসলে কেরানীগঞ্জবাসীর দীর্ঘদিনের দাবি বুড়িগঙ্গা নদীর ওপর খোলামোড়া থেকে কামরাঙ্গীরচর সেতু নির্মাণের প্রতিশ্রুতি দিয়ে আমানউল্লাহ আমান বলেন, আমরা জনগণের এই দাবি পূরণ করবো।
তিনি আরও বলেন, ১৯৯১ সালের ২৭ ফেব্রুয়ারিতে আমি এমপি নির্বাচিত হওয়ার পর এমনও হয়েছে কেরানীগঞ্জের জন্য একদিনে ৮০টি ব্রীজের সেংসান পাশ করিয়েছি। আমরা পুরো কেরানীগঞ্জের প্রতিটি ঘরে বিদুৎতের ব্যবস্থা করেছি। ২০০১ সালে বছিলা ব্রীজের কাজ অনুমতি ছাড়াই শুরু করেছি। কেরানীগঞ্জে যত উন্নয়ন হয়েছে তা বিএনপি ক্ষমতায় থাকাকালীন সময়েই হয়েছে। কেরানীগঞ্জকে আমরা ঢাকার থেকেও একটি মডেল সিটি করবো। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ও খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে আগামী নির্বাচনে সকলকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছি।
আটিপাঁচদোনা উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি খাইরুল আমিনের সভাপতিত্বে বিদ্যালয়ের পুরষ্কার বিতরণী ও সমাবেশে অনুষ্ঠানে বক্তব্য রাখেন আটিপাঁচদোনা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুশফিকুর রহমান, কেরানীগঞ্জ মডেল থানা বিএনপির সভাপতি শামীম আহসান, কোষাধ্যক্ষ বাবুল মিয়া, ছায়ানীড় গ্রুপ অব ইন্ডাষ্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক জাকির হোসেন, শাক্তা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর ও ঢাকা জেলা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক মাসুদ রানা।
অনুষ্ঠান শেষে আমানউল্লাহ আমান কেরানীগঞ্জের আটি গ্রামে আনসার আলী সড়কের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন।