মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১৭ অপরাহ্ন

ফরিদপুরে মহাসড়ক অবরোধ, ঢাকার সঙ্গে ২১ জেলার যোগাযোগ বিচ্ছিন্ন

ছবি- সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক, একুশের কণ্ঠ:: ফরিদপুর জেলায় অনির্দিষ্টকালের জন্য মহাসড়ক অবরোধ করেছে স্থানীয় জনতা। ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় নির্বাচন কমিশনের নতুন আসন বিন্যাসের সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে স্থানীয়রা মহাসড়ক ও রেলপথ অবরোধ করেছে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল থেকে এ কারণে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। এর ফলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার সঙ্গে ঢাকার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

সকাল সাড়ে ৮টা থেকে ভাঙ্গার বিভিন্ন এলাকায় পুকুরিয়া, মাধুপুর, মনসুরাবাদ, নওপাড়া, হামিরদী, সুয়াদি, ভাঙ্গা বাসস্ট্যান্ড ও রেললাইন—সড়ক অবরোধ করে স্থানীয়রা।

স্থানীয়রা জানান, নির্বাচন কমিশন বৃহস্পতিবার ৩০০ আসনের নতুন সীমানা প্রকাশ করে ভাঙ্গার আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-২ আসনে অন্তর্ভুক্ত করেছে। এর প্রতিবাদে শুক্রবারও ৯ ঘণ্টা মহাসড়ক অবরোধ করা হয়েছিল, কিন্তু প্রশাসনের আশ্বাস না পেয়ে মঙ্গলবার থেকে আন্দোলন আবার শুরু হয়েছে।

ভাঙ্গা হাইওয়ে থানার ওসি মো. রোকিবুজ্জামান বলেন, ফরিদপুর-ভাঙ্গা-বরিশাল ও ঢাকা হাইওয়ে এক্সপ্রেসওয়ে সহ সব মহাসড়কে স্থানীয়রা বিক্ষোভ করছেন। ভাঙ্গা ইন্টারচেঞ্জ থেকে গোপালগঞ্জ মহাসড়কের মুনসুরাবাদ বাসস্ট্যান্ড পর্যন্ত সড়ক অবরোধ করে আন্দোলন চালাচ্ছেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com