মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ১১:৩৩ অপরাহ্ন
প্রাথমিক শিক্ষা উন্নত না হলে ভবিষ্যৎ ভালো হবে না: প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মো: রবিউল ইসলাম খান, লক্ষ্মীপুর প্রতিনিধি:: সরকারের প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা: বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, প্রাথমিক শিক্ষা উন্নত না হলে ভবিষ্যৎ ভালো হবে না। প্রাথমিক শিক্ষা না থাকলে ভালো লোক সমাজে তৈরি হবে না। অদক্ষ লোক বাড়বে। সমাজ তখন ভালো কিছু পাবেনা। শিশুরা কি পড়ছে কি লিখছে সেই দিকে নজর রাখতে হবে। শুধু ক্লাসের রুল নাম্বারের দিকে তাকালে চলবে না।
সোমবার (৪ মে) লক্ষ্মীপুর জেলার মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সাথে প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, সকলের সহযোগীতা ছাড়া প্রাথমিক শিক্ষা নিশ্চিত করা সম্ভব নয়। আমরা শিক্ষক, অভিভাবকসহ প্রাথমিক শিক্ষার সাথে সংশ্লিষ্ট সকলের সহযোগীতা চাই। আসুন প্রাথমিক শিক্ষা মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সকলে একযোগে কাজ করি।
লক্ষ্মীপুর জেলা প্রশাসক রাজীব কুমার সরকারের সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা আইসিটি সম্রাট খিসার পরিচালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার আকতার হোসেন।
এসময় জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা, প্রাথমিক শিক্ষাসহ জেলা পর্যায়ে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।