শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫, ০৮:১০ পূর্বাহ্ন

প্রচারণার শেষ রাতে লক্ষ্মীপুরে সংঘর্ষ, আহত ১০

লক্ষ্মীপুর প্রতিনিধিঃ দ্বিতীয় ধাপে ইউপি নির্বাচনের প্রচারণার শেষ রাতে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরকাদিরা ইউনিয়নে আওয়ামী লীগ ও বিদ্রোহী প্রার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় ধাওয়া-পালটা ধাওয়া, ককটেল বিস্ফোরণেরও ঘটনা ঘটে। এ ঘটনায় উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (৯ নভেম্বর) রাত ৯টার দিকে ইউনিয়নের ফজু মিয়ার হাটে এ সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এর আগে সন্ধ্যায় রব বাজার এলাকায় চশমা প্রতীকের নির্বাচনী অফিস ভাঙচুর করা হয়। এনিয়ে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রচারণার শেষ দিন চশমা প্রতীক ও আনারস প্রতীকের নির্বাচনী অফিসে সভা চলছিল। এসময় নৌকার প্রতীকের সমর্থকরা নির্বাচনী অফিসে ভাঙচুর চালায়। পরে ফজু মিয়ার হাটে বিদ্রোহী প্রার্থী বাবুল মোল্লা উস্কানিমূলক বক্তব্য দিলে উভয় পক্ষের (নৌকা ও চশমা প্রতীক) সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটে। এসময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণসহ ত্রিমুখী (নৌকা, চশমা, আনারস) সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হন।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেহ উদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সতর্ক রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com