মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫, ১২:৩৯ অপরাহ্ন

পৌরসভার উন্নয়নমূলক প্রকল্প দেখতে বিশ্ব ব্যাংক ও আরইউটিডিপির প্রতিনিধি দল নড়াইলে

নড়াইল প্রতিনিধি:: নড়াইল পৌরসভার ৪শ ২৫ কোটি টাকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের সম্ভাব্যতা যাচাই করতে ঘুরে গেলেন বিশ্ব ব্যাংক ও এলজিইডি আরইউটিডিপি (মিউনিসিপ্যাল ইনফ্রাস্ট্রাকচার এন্ড আরবান প্লানিং গ্রুপ) এর একটি প্রতিনিধি দল।

বুধবার (১০ মে) বিকেল ৪টার দিকে এ প্রতিনিধি দল নড়াইল পৌরসভায় আসেন।

বিকেলে পৌর হল রুমে পৌর মেয়র আঞ্জুমান আরা, প্যানেল মেয়র কাজী জহিরুল হক ও পৌরসভার নির্বাহী প্রকৌশলী কবির হাসান প্রতিনিধি দলের সামনে পৌরসভার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের যৌক্তিকতা তুলে ধরেন। এ সময় প্রতিনিধি দলের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ব ব্যাংকের টেকসই উন্নয়ন প্রকল্পের আঞ্চলিক পরিচালক মি. জন এ রোমি, প্রোগ্রাম অফিসার মিস গায়েত্রী আচারিয়া, শহর উন্নয়ন বিশেষজ্ঞ মিস ইশিতা আলম অবনি, আরইউটিডিপি এর প্রোজেক্ট ডিরেক্টর মো. মঞ্জুর আলী প্রমুখ। পরে তারা বিভিন্ন প্রকল্প এলাকা ঘুরে দেখেন।

জানা গেছে, ৪শ ২৫ কোটি টাকার বিভিন্ন প্রকল্পের মধ্যে রয়েছে, সড়ক, ড্রেন, ফুটপাথ, স্ট্রিট লাইট, চিত্রা নদীর তীরে ওয়াক ওয়ে, মার্কেট নির্মাণ, পৌর পার্ক, বর্জ্য ব্যবস্থাপনা, বাস টার্মিনালের উন্নয়ন ইত্যাদি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com