শনিবার, ০৩ জানুয়ারী ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক, একুশের কণ্ঠ:: পুরান ঢাকার ইসলামবাগ এলাকায় একটি প্লাস্টিক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কাজ করছে।
বুধবার (১৭ ডিসেম্বর) ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ এ তথ্য জানিয়েছে।
সংস্থাটি জানায়, দুপুর দেড়টার দিকে আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় দুপুর ১টা ৫০ মিনিটে।
বর্তমানে লালবাগের দুটি, হাজারীবাগের দুটি এবং পলাশীর দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এ ছাড়া সিদ্দিকবাজার ফায়ার স্টেশন থেকে আরও তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছানোর পথে রয়েছে।
ফায়ার সার্ভিস জানায়, আগুন লাগার কারণ এখনো জানা যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ ও হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।
এদিকে, অগ্নিকাণ্ডের কারণে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এলে বিস্তারিত তথ্য জানানো হবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।