শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫, ০২:১৪ পূর্বাহ্ন

পাঠকপ্রিয়তায় আসছে এস. এম মাসুদ রানার উপন্যাস ‘মেঘ’ দ্বিতীয় খন্ড

আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি::

আসছে ২০২১ অমর একুশে গ্রন্থ মেলায় নোলক প্রকাশনী থেকে প্রকাশ হতে যাচ্ছে তরুণ কথা সাহিত্যিক ও কবি এস. এম মাসুদ রানার উপন্যাস ‘মেঘ’ দ্বিতীয় খন্ড। উপন্যাসটি মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে রচিত। ২০২০ সালের অমর একুশে গ্রন্থ মেলায় নোলক প্রকাশনী থেকে তাঁর প্রকাশিত ‘মেঘ’ উপন্যাসের প্রথম খন্ড বেশ জনপ্রিয়তা লাভ করে পাঠকদের মধ্যে বেশ সাড়া ফেলে। পাঠকদের আগ্রহের কথা বিবেচনা করে মহামারি করোনার মধ্যেও প্রকাশ হতে যাচ্ছে মেঘ দ্বিতীয় খন্ড। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে কবি এস. এম মাসুদ রানা লিখেছেন সত্যাশ্রয়ী এই কিশোর উপন্যাস।

মেঘ নিয়ে মাসুদ রানা জানান, আমার লেখা বই ইতিপূর্বে পাঠকগণ সাদরে গ্রহণ করেছেন বলেই আমি কবি ও লেখক হিসাবে পরিচয় দিতে পারি। সে অর্থে পাঠকরাই আমার শক্তি ও প্রেরণা তাদের রুচিকে সর্বদা প্রাধান্য দিই। আশা করি ‘মেঘ’ দ্বিতীয় খন্ডও তাদের সমাদৃতি লাভ করবে। কেননা বইটি বর্তমান প্রজন্মকে মুক্তিযুদ্ধের জানা অজানা নানাবিধ তথ্য উপহার দিবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com