বুধবার, ২৯ অক্টোবর ২০২৫, ০৮:২৬ পূর্বাহ্ন

পাঁচ কেজি আইসসহ টেকনাফ সিন্ডিকেটের হোতা গ্রেফতার

Dhaka Post Desk
জ্যেষ্ঠ প্রতিবেদক

১৬ অক্টোবর ২০২১, ০৯:৫৯ এএম

google news

পাঁচ কেজি আইসসহ টেকনাফ সিন্ডিকেটের হোতা খোকন গ্রেফতার
অবৈধ মাদক আইসের (ক্রিস্টালমেথ) সর্ববৃহৎ চালানসহ টেকনাফ আইস সিন্ডিকেটের অন্যতম হোতা খোকন ও তার এক সহযোগীকে গ্রেফতার করেছে এলিট ফোর্স র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

সুনির্দিষ্ট অভিযোগ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানীর যাত্রাবাড়ী থেকে তাদের গ্রেফতার করা হয়।

র‌্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বেশ কিছুদিন ধরে ইয়াবার পাশাপাশি ভয়ঙ্কর মাদক আইসের চালান আসার খবর তথ্য আসছিল। র‌্যাবের প্রতিটি ব্যাটালিয়নকে সতর্ক ও কঠোর নজরদারির কথা বলা হয়।

এরই ধারাবাহিকতায় রাজধানীর যাত্রাবাড়ীতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে প্রায় ৫ কেজি আইস, বিদেশি অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। এখন পর্যন্ত এটিই জব্দ করা আইসের সবচেয়ে বড় চালান।

শনিবার (১৬ অক্টোবর) দুপুরে কারওয়ান বাজার র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com