বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ০২:২১ অপরাহ্ন
নড়াইল প্রতিনিধি::
মুজিববর্ষ উপলক্ষে নড়াইল জেলায় ১২ লক্ষাধিক বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে এ বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন করেন জেলা প্রশাসক আনজুমান আরা।
এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্বাস, সিভিল সার্জন ডাক্তার আবদুল মোমেন, জেলা শিক্ষা অফিসার ছায়েদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ রানা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইয়ারুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ফখরুল হাসান প্রমুখ।
জানা যায়, মুজিববর্ষ উপলক্ষে এ বছর নড়াইল জেলায় ১২ লক্ষাধিক বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ওষুধি গাছ রোপন করা হবে। এসব গাছ বিভিন্ন সরকারি-বেসরকারি অফিস চত্বর, রাস্তার দুইপাশে, পতিত জমিসহ জেলার সর্বত্র রোপনের উদ্যোগ নেয়া হয়েছে।