বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১২:০১ অপরাহ্ন
নড়াইল প্রতিনিধি:: নড়াইলে শীতবস্ত্র বিতরণ করেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।
সোমবার (২ জানুয়ারি) বেলা ১১টার দিকে গ্রামের বাড়ি নড়াইলের লোহাগড়ায় এসে মধুমতি আর্মি ক্যাম্পে শীতবস্ত্র বিতরণ করেন তিনি। তিন হাজার মানুষের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
এছাড়া বিনামূল্যে মেডিকেল ক্যাম্পে চিকিৎসকরা রোগি দেখেন। এদিকে, সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশনের শীতকালীন প্রশিক্ষণ এলাকা গোপালগঞ্জের ভাটিয়াপাড়া পরিদর্শন করেন তিনি।
এ সময় কোয়ার্টার মাস্টার জেনারেল লেফটেন্যান্ট জেনারেল সাইফুল আলম, সামরিক সচিব মেজর জেনারেল খান ফিরোজ আহমেদ, চিফ কনসালটেন্ট জেনারেল মেজর জেনারেল এ কে এম রেজাউল মজিদ, জেনারেল অফিসার কমান্ডিং ও যশোর এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ মাহবুবুর রশীদসহ সেনাবাহিনী উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।