মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫, ১২:৩৪ অপরাহ্ন

নড়াইলে যথাযথ মর্যাদায় মহান মে দিবস পালিত হচ্ছে

নড়াইল প্রতিনিধি:: নড়াইলে যথাযথ মর্যাদায় জেলা প্রশাসনসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের উদ্যোগে মহান মে দিবস পালিত হচ্ছে।

দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের পাশাপাশি জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন, জেলা বাস, মিনিবাস শ্রমিক ইউনিয়ন, অটোভ্যান চালক শ্রমিক সংগঠনসহ বিভিন্ন সংঠনের পক্ষ থেকে র‌্যালি, আলোচনা সভাসহ নানা কর্মসূচির মধ্যদিয়ে দিনটি পালিত হচ্ছে।

এসব কর্মসূচিতে নড়াইল জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট সুবাস বোস, নড়াইল পৌরসভার মেয়র আঞ্জুমান আরা, জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ রেজাউল মোল্যা, সাধারণ সম্পাদক মোঃ সমির মোল্যা, বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি সরদার আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সেলর কাজী জহিরুল হক জহির, শ্রমিক ইউনিয়নের সভাপতি বিপ্লব হোসেন বিলো, ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক আঃ রউফ হোসেন, সাধারণ সম্পাদক মামুন, ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের যুগ্ন-সাধারণ সম্পাদক মোঃ আবদুল্লাহ, আঃ সাত্তার লাল্টু, অফিস সহকারী মোঃ ইমদামসহ প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শ্রমিক সংগঠনের নেতাসহ শ্রমিকরা উপস্থিত ছিলেন।

বক্তারা, শ্রমিকদের ন্যায্য অধিকার রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ চালিয়ে যাওয়ার আহবান জানান।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com