বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ পূর্বাহ্ন

নড়াইলে ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির স্মরণ সভা

নড়াইল প্রতিনিধি::

বাংলাদেশের অকৃত্রিম বন্ধু ভারতের ১৩তম সাবেক রাষ্ট্রপতি নড়াইলের দাদাবাবু (জামাই) প্রণব মুখার্জীর মৃত্যুতে নড়াইলে রাষ্টীয় শোক কর্মসুচির সাথে সাথে বিভিন্ন কর্মসুচি পালিত হয়েছে।

বুধবার (২ আগস্ট) বাংলাদেশ সরকারের রাষ্টীয় কর্মসুচির বিভিন্ন সরকারি বেসরকারি ও স্বায়ত্বশাষিত প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখাসহ সদর উপজেলার তুলারামপুর ইউনিয়নের শুভ্রা মূর্খাজী ফাউন্ডেশন বিভিন্ন কর্মসুচির আয়োজন করে।

প্রনবপত্নী শুভ্রামূর্খাজীর মামা বাড়ী রাধা গোবিন্দ মন্দির চত্বরে প্রণব মুখার্জীর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, শোক বইতে স্বাক্ষর, সংক্ষিপ্ত স্মরণ সভা ও তাঁর আত্মার শান্তি কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়।

সদর উপজেলার তুলারামপুরে জেলা প্রশাসক আনজুমান আরা, পুলিশ সুপার মোহম্মদ জসিম উদ্দিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা সেলিম, তুলারামপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. বুলবুল ইসলাম, শুভ্রা মুখার্জী ফাউন্ডেশনের পরিচালক অয়ন কুমার ঘোষ, প্রনবপত্নী শুভ্রামূর্খাজীর মামাতো ভাই কার্তিক ঘোষ, বিশ্বনাথ ঘোষসহ আরও অনেকে এ সময় উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com