শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০১:০৭ অপরাহ্ন

নড়াইলে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন

নড়াইল প্রতিনিধি::

নড়াইলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে পৌরসভার ধোপাখোলা গ্রামের ধোপাখোলা মন্দির চত্বরে এসো সমাজ গড়ি নামে একটি বে-সরকারি সংগঠন, নড়াইলের আয়োজনে এ কর্মসুচির উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক আনজুমান আরা।

এ কর্মসূচির আওতায় পৌর এলাকার বিভিন্ন রাস্তার পাশে মোট ১ হাজার তাল ও শতাধিক বিভিন্ন বৃক্ষের চারা রোপন করা হবে।

এসো সমাজ গড়ি নামে একটি বে-সরকারি সংগঠন, নড়াইল নির্বাহী পরিচালক মোঃ হারুন অর রশিদের সভাপতিত্বে সমাজসেবা কার্যালয়, নড়াইলের উপ-পরিচালক রতন কুমার হালদার, এসো সমাজ গড়ির উপ-পরিচালক এ,বি এম তুহিন, কর্মকর্তা সুমন ভট্টাচার্য, এসো সমাজ গড়ির কর্মকর্তা, কর্মচারি, সাংবাদিক, এনজিও কর্মিসহ অনেকে এ সময় উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com