সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৩৪ পূর্বাহ্ন
নড়াইল প্রতিনিধি::
নড়াইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের আয়োজনে অগ্নি নির্বাপন, উদ্ধার ও জরুরী বর্হিগমন বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে নড়াইল পুলিশ লাইন্স মাঠে এই মহড়া অনুষ্ঠিত হয়।
এসময় নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন (পিপিএম) বার, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মাসুদ রানা, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রিয়াজুল ইসলাম, নড়াইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ পরিচালক মোঃ শামীমুল ইসলাম, স্টেশন অফিসার শেখ আহাদুজ্জামানসহ পুলিশ বিভাগ ও ফায়ার সার্ভিস ডিফেন্সের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা উপস্থিত ছিলেন।
এসময় ফায়ার সার্ভিসের বিভিন্ন কার্যক্রম তুলে ধরে অগ্নি নির্বাপন, উদ্ধার ও জরুরী বর্হিগমন বিষয়ক বিভিন্ন বিষয় উপস্থাপন করেন নড়াইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বিভাগ।